মহাদেবপুরে মজুতবিরোধী অভিযানে ৫ চালকলে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

att-zqt-F5-Dd9f-E4xa9-X-Y-BHNl-Rbkh-BEx-G42-gq-Jsqyf-Kk

মাহবুব মহাদেবপুর :

নওগাঁর মহাদেবপুরে অবৈধ মজুত ও চাল বস্তায় প্রয়োজনীয় তথ্য না থাকাসহ নানা অনিয়মের অভিযোগে চালকল ও অটো রাইস মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগ। অভিযানে ৫টি চালকল ও অটো রাইস মিলকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার হাট চকগৌরী, চৌমাশিয়া ও সরস্বতীপুর এলাকার বিভিন্ন চালকল ও অটো রাইস মিলে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার।
জরিমানার তালিকায় রয়েছে:
রাকিব চাউলকল, চৌমাশিয়া: অবৈধ মজুদের অভিযোগে ২ লাখ টাকা
এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট, সরস্বতীপুর: প্যাকেটে অতিরিক্ত মূল্য লেখায় ৫০ হাজার টাকা
কুলসুম চাউলকল, হাট চকগৌরী: ৫০ হাজার টাকা
মিলন ট্রেডার্স: অবৈধ ধান-চাল মজুদের অভিযোগে ৫০ হাজার টাকা
লাইলি চাউলকল: অবৈধ মজুদের অভিযোগে ১ লাখ টাকা
জিহাদ চাউলকল, বেলঘড়িয়া: ১ লাখ টাকা
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আরেফিন জানান, যেসব মিল অবৈধভাবে ধান-চাল মজুত করছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনিয়ম প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। অবৈধ মজুত দ্রুত বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, ধান-চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জেলা সদরের একটি চাউলকলেও ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, খাদ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন