বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশকে পুনর্গঠন করতে হবে--এনসিপি নেতা নাহিদ

 


জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এক বছর পার হলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছি না। এই কারণে আমরা বলছি, বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই এই দেশ পুনর্গঠন করতে হবে।

শনিবার রাত সাড়ে ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওগাঁবাসীকে উদ্দেশ্য করে এনসিপির আহ্বায়ক বলেন, “ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আপনারা আমাদের সমর্থন জানাচ্ছেন এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জাতীয় নাগরিক পার্টি এক বছরপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে। আমরা ৬৪ জেলায় ঘুরছি। তারই ধারাবাহিকতায় নওগাঁয় আসা আমাদের। আমরা কেবল বলছি না, আমরা শুনছি। আমরা শহীদ পরিবারের কথা শুনছি, সাধারণ মানুষের কথা শুনছি।”

তিনি বলেন, “আমরা যখন নওগাঁয় আসি, তখন দেখলাম- রাস্তার অবস্থা কি? অথচ বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের মুখে শুধু শুনেছি- উন্নয়ন আর উন্নয়ন, তারা শুধু জনগণের সাথে প্রতারণা করেছে। সেই প্রতারণার দিন শেষ হয়েছে। আমরা চাই না আবার প্রতারণার দিন শুরু হোক।”

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশের সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সে বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প স্পৃহার আমরা প্রস্তাবনা করছি। আপনারা মিলিয়ে নিবেন বাংলাদেশের জনগণ কোন পথে যাবে এবং এর ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দ্বারা জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। এই নওগাঁতেও অনেক ভাইবোন নির্য়াতিত হয়েছেন। কতো ভাই আহত হয়েছেন, শহীদ হয়েছেন।”

এনসিপির এই শীর্ষ নেতা বলেন, “আমরা ৭১ এ স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। সেই স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা এবার ২৪ এর গণঅভ্যুত্থান বেহাত হতে দেব না। স্বাধীনতা এনেছি, সংস্কারও আমরাই আনব এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবেই জুলাই শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা।”

দলটির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিন বলেন, “আপনারা দেখেছেন ফ্যাসিবাদের পরিণতি কি? নওগাঁয় উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে দ্রুত ক্লাস চালু করতে হবে। আমি নওগাঁর মেয়ে হিসেবে চাই, আপনারা এনসিপির সাথে থাকবেন।”

জুলাইয়ের আন্দোলনের কথা উল্লেখ করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমাদের ভাইকে চোখের সামনে হত্যা করেছে। এতো কিছু গণহত্যার সাক্ষী, তারপরও বিচার হচ্ছে না। বাংলাদেশের মানুষকে শান্ত করতে হলে ওই আওয়ামী লীগকে বিচার করতে হবে। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে।”

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর যৌথ সঞ্চালনায় সমাবেশে ছিলেন- জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, মূখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী।

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড থেকে রুবির মোড় পর্যন্ত নওগাঁর ঐতিহ্য ভ্যানগাড়িতে চড়ে পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় এই নেতারা। এরপর হেঁটে নওজোয়ান মাঠে পথসভায় অংশ নেন তারা।

গণঅভ্যুত্থানে নিহত নাইমের মা শিল্পী বলেন, “পিছনের দলগুলো আমাদেরকে রাজনীতি শিখিয়েছে। তাই আপনারা দেশের ভালোর জন্য এনসিপির সাথে থাকবেন।”

News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন