নওগাঁয় বিএনপি নেতার হাতে গ্রাম পুলিশ লাঞ্ছিত



মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও তার সহযোগীদের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই গ্রাম পুলিশ। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাবাই বাজারের পশ্চিম পাশে একটি স’মিলের সামনে এই ঘটনা ঘটে।
এতে চেকপোস্টে ব্যবহৃত একটি টেবিল ও একটি চেয়ার ভাঙচুর করা হয়। এ ঘটনার সুষ্ঠু ব্যবস্থা না হওয়া পর্যন্ত তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য অটোচার্জার, চার্জারভ্যানসহ তিন চাকার যানবাহনের লাইসেন্স নবায়নের লক্ষ্যে ২৯ জুন (রোববার) সাবাই হাটে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানানো হয়। সেই অনুসারে শুক্রবার চেকপোস্ট বসিয়ে লাইসেন্স নবায়নের কার্যক্রম চালাচ্ছিলেন গ্রাম পুলিশের সদস্যরা।
এ সময় কুসুম্বা ইউনিয়নের একটি অটোচার্জার থামিয়ে কাগজপত্র যাচাই করতে গেলে গাড়ির চালক বিএনপি নেতা আব্দুল জব্বারকে ফোন দিয়ে তদবির করেন। জব্বারের সুপারিশে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর আব্দুল জব্বার দলবল নিয়ে চেকপোস্টে এসে গ্রাম পুলিশের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে পড়েন।
গ্রাম পুলিশ সদস্য জহুরুল ইসলাম জানান, জব্বারের নির্দেশে তার ভাই জাহাঙ্গীর আলম ও অন্যান্য সহযোগীরা গ্রাম পুলিশ আবুল কালাম আজাদকে মারধর করেন। এছাড়া, ঘটনাস্থলে থাকা টেবিল ও চেয়ার ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশের ওসিকে অবহিত করা হয়েছে বলে জানান জহুরুল।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, ‘সরকারি পোশাকধারী গ্রাম পুলিশকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’
অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল জব্বারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, ‘সরকারি কর্তব্যরত অবস্থায় কারও ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দলীয়ভাবে বরদাস্ত করা হবে না।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
News Publisher (Editor Cheif)

মহাদেবপুরের খবর এর সকল নিউজের সঠিক এডিটিং কনফার্মেশন এর দায়িত্বে নিয়োজিত।

একটি মন্তব্য পোস্ট করুন