নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ উপজেলায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ,পোরশা-সাপাহার,ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক কমিটির উদ্যোগে সোমবার বিকালে আগ্রাদ্বিগুণ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক-ক্ষেতমজুর-আদিবাসী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮৫৫ সালে জমি ও জমি থেকে উৎপন্ন ফসলের অধিকারের দাবিতে বৃটিশ সরকারের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহ হয়। এই বিদ্রোহের ১৭০ তম বার্ষিকী উপলক্ষে সমাবেশে সংগঠনের ধামইরহাট উপজেলা শাখার আহ্বায়ক দেবলাল টুডু সভাপতিত্ব ও পত্নীতলা উপজেলা শাখার আহ্বায়ক রবিউল টুডু সঞ্চালনায়
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ,নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক কমরেড জয়নাল আবেদীন, সাহিত্যিক ম আ ব সিদ্দিকী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সভাপতি কালিপদ সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা শাখার সভাপতি ডাঃ বিষ্ণুপদ সরকার, ধামইরহাট উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিজয় এক্কা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, ছাত্রনেতা সুখি পাহান প্রমুখ।
সমাবেশের পূর্বে একটি লাল পতাকা মিছিল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ থেকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন করে ভূমি অধিকার নিশ্চিত, ফসলের লাভজনক দাম নিশ্চিত, ক্ষেতমজুরদের সারা বছর কাজের দাবি জানানো হয়।