সুশিক্ষার মান উন্নয়নে নওগাঁর মহাদেবপুর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ছুটে চলেছেন উপজেলা একাডেমী সুপারভাইজার ফরিদুল ইসলাম।
বৃহস্পতিবার (২২ মে) তিনি কুঞ্জবন বন্দর কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাশেম আলীসহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। এই সুশিক্ষা প্রেমিক ফরিদুল ইসলাম ৭ম ও ৯ম শ্রেণির পাঠদান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তিনি শিষ্টাচার, নৈতিকতা, মূল্যবোধ, বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং বিষয়ে কাউন্সিলিং ভাবে আলোচনা করেন। তিনি বলেন,৮০% উপস্থিতি বাধ্যতামূলক। বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতি সন্তোষজনক হওয়ায় তিনি খুব খুশি হন। উল্লেখ্য এই সুশিক্ষা প্রেমিক প্রতিদিন উপজেলার প্রতিটি বিদ্যালয় আকর্ষণীয় ভাবে পরিদর্শন করেন এবং গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন ছাত্র-ছাত্রীদের মাঝে।