সুশিক্ষার মান উন্নয়নে কুঞ্জবন বন্দর কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ফরিদুল ইসলাম




সুশিক্ষার মান উন্নয়নে নওগাঁর মহাদেবপুর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ছুটে চলেছেন উপজেলা একাডেমী সুপারভাইজার ফরিদুল ইসলাম। 

বৃহস্পতিবার (২২ মে) তিনি কুঞ্জবন বন্দর কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাশেম আলীসহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। এই সুশিক্ষা প্রেমিক ফরিদুল ইসলাম ৭ম ও ৯ম শ্রেণির পাঠদান পর্যবেক্ষণ করেন  এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তিনি শিষ্টাচার, নৈতিকতা, মূল্যবোধ,  বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং বিষয়ে কাউন্সিলিং ভাবে আলোচনা করেন।  তিনি বলেন,৮০% উপস্থিতি বাধ্যতামূলক।  বিদ্যালয়টিতে শিক্ষার্থী উপস্থিতি সন্তোষজনক হওয়ায় তিনি খুব খুশি হন। উল্লেখ্য এই সুশিক্ষা প্রেমিক প্রতিদিন উপজেলার প্রতিটি বিদ্যালয় আকর্ষণীয় ভাবে পরিদর্শন করেন এবং গঠনমূলক বক্তব্য উপস্থাপন করেন ছাত্র-ছাত্রীদের মাঝে।

একটি মন্তব্য পোস্ট করুন