খাঁপুর হাজী ধনেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমারের পরিবারকে নগদ অর্থ প্রদান



মঙ্গলবার (২০মে) উপজেলা একাডেমি সুপারভাইজার মো.ফরিদুল ইসলামের সহযোগিতায় নওগাঁর মহাদেবপুর উপজেলার খাঁপুর হাজী ধনেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমারের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। 

বেশ কিছুদিন আগে এই সহকারী শিক্ষক উত্তম কুমার মৃত্যু বরণ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী এবং ২ জন কন্যা সন্তান রেখে গেছেন। বড় মেয়েটা একাদশ শ্রেণিতে পড়ে এবং ছোট  মেয়েটা ১ বছরের বেশি বয়স। তিনি মৃত্যুর সময়  নগদ অর্থ বা স্থাবর অস্থাবর সম্পদ রেখে যেতে পারেননি। পরিবারের এমন অনিশ্চয়তায় প্রিয় কলিগের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  সহযোগিতায় উত্তম স্যারের স্ত্রী ও কন্যাদের হাতে একাশি হাজার টাকা তুলে দিলেন একাডেমি সুপারভাইজার ফরিদুল ইসলাম। বড় মেয়ে এস,এস,সিতে জিপিএ ৫ প্রাপ্ত স্টুডেন্ট। বর্তমানে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। যে সব স্কুল সহযোগিতার হাত বাড়িয়েছেন মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তিনি  কৃতজ্ঞতা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. ফজলুল হক সহ স্কুলের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন