বৃহস্পতিবার (২২মে). দুপুর ১২ টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত মান্দা উপজেলাধীন ভারশোঁ-তেতুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে রাজস্ব আদায়ের লক্ষ্যে স্থানীয় ভূমি মালিক, ভিপি লীজ গ্রহীতা এবং যে সমস্ত ভূমি মালিক এখন পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন না তাদেরকে অন স্পটে একাউন্ট খুলে ভুমি উন্নয়ন কর পরিশোধের ব্যবস্হা করা হয়। এছাড়া স্থানীয় ভূমি মালিকদের বিভিন্ন সমস্যা নিয়ে তাৎক্ষণিক পরামর্শ প্রদান করা হয়। ভূমি ব্যবস্হাপনা নিয়ে জটিলতা নিরসনে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এ প্রচেষ্টা অব্যাহত রাখেন।
ইতিমধ্যে তিনি বিভিন্ন উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিস গুলো পরিদর্শন অব্যাহত রেখেছেন এবং রাজস্ব আদায়ের গণ শুনানি চলমান রেখেছেন।
Tags:
এলাকার খবর