মহাদেবপুরে সরকারি নিয়োগকৃত অফিসার পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ



নওগাঁর মহাদেবপুরে সরকারি নিয়োগকৃত উদ্যোক্তা অফিসার পরিচয় দিয়ে সরকারি ভবন ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে রেজানুর রহমান মানিকের বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন থেকে পোস্ট অফিসের একটি ঘর ব্যবহার করে বিভিন্ন জনের কাছ থেকে অধিক মুনাফা,চাকুরী দেওয়া,বয়স্ক ভাতা বিব্বা ভাতার কার্ড  করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেই। এ ব্যাপারে ভুক্তভোগীরা পোস্ট অফিস মোড় বণিক কল্যাণ সমিতির সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর শরণাপন্ন হলে তিনি পোস্টমাস্টারকে অবগত করেন এবং তাঁরা ওই ঘর থেকে রেজানুর রহমান মানিকে বের করে দেয়। প্রকাশ থাকে যে ভুক্তভোগীদের চাপের মুখে কিছু টাকা তিনি ফেরত দেন এবং পরবর্তীতে পাওনা টাকা দেয়ার অঙ্গীকার করেন। ভুক্তভোগী ফয়েজ উদ্দিন মন্ডল ১৪ মে রেজানুর রহমান মানিকের কাছ থেকে পাওয়াএকলক্ষ আটান্ন হাজার টাকা আদায়ের লক্ষ্যে মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ভুক্তভোগী ফয়েজ উদ্দিন মন্ডল জানান,মানিক আমাকে বাংলাদেশ সহায়তা এন্টারপ্রাইজ নামে একটি জনসেবামূলক প্রতিষ্ঠান তৈরি করতে যাচ্ছি। আমার টাকা না থাকায় আপনাকে এ প্রতিষ্ঠানে পার্টনার হিসেবে রাখবো ,এতে সাধারণ জনগণ নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে পাবে এবং আমরাও লাভবান হবো। এ আশায় তাকে প্রথমে আমি ৩ লক্ষ ৭০ হাজার টাকা জমা দেই। জমা দেওয়ার কয়েক মাস পর তার ছলচাতুরি বুঝতে পেরে হিসাব নিকাশন করে তার নিকট থেকে (পাওনাএক লাখ ৫৮হাজার টাকা) চলে আসি। সে টাকা আমাকে দিবো দিচ্ছে বলে এখনো দেয়নি। 

পোস্ট অফিস মোড় বণিক কল্যাণ সমিতির সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম বাবু জানান,রেজানুর রহমান মানিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আমিসহ ২৫ জন স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র পোস্টমাস্টার বরাবর দাখিল করা হয়েছে। 

এ ব্যাপারে রেজানুর রহমান মানিক সকল অভিযোগ অস্বীকার করে জানান,ভালো কাজ করলে দুর্নাম হবে।

ফয়েজ উদ্দিন মন্ডল ১ লক্ষ ৫৮ হাজার টাকার যে অভিযোগ করেছে তা সঠিক নয়। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। তদন্তঅনুতে যা পাবে তা দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন